“”” ফেনীতে ৫৫ পিস ইয়াবা সহ আটক ১”””

ফেনী প্রতিনিধি: ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  ২১ (জুন)  রাতে ফেনী জেলার মাননীয় পুলিশ সুপার  খোন্দকার নূরুনবী বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের রনজিত কুমার বড়ুয়া এর সার্বিক তত্বাবধানে এসআই  মোঃ নুরুল হক এর নেতৃত্বে ,এএসআই রবিউল হাসান, এএসআই এখলাস উদ্দিনের ফোর্সের অভিযানে ইয়াবা সহ একজনে আটক করে ডিবি পুলিশ।

ফেনী সদর মডেল থানাধীন হাজারী রোড(পাগলা মিয়া সড়ক) নুর সেনেটারি এন্ড পাইপ পিটার নামীয় দোকানের এর পিছনে অভিযান পরিচালনা করে  ১.জসিম উদ্দিন(৩০) পিতাঃ মৃত বীর মুক্তিযুদ্ধা সামসুল হক ভান্ডারি, সাংঃ মজলিসপুর,  থানাঃসোনাগাজী,জেলাঃ ফেনী,বর্তমানেঃ তারানিবাসের গলি, মানিক মিয়া বিল্ডিং এর ৫ম তালার ভাড়াটিয়া,থানা ও জেলা ফেনী কে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ৫৫ পিস  নেশা জাতীয় মাদক দ্রব্য (ইয়াবা) উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেণী মডেল থানায় মামলা রুজু হয় ।

 সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.