মশাই হবে মারণ অস্ত্র, ভয়ংকর মহামারীতে রাশিয়া ধ্বংসের ছক আমেরিকার!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি মস্কোর এক বিশেষজ্ঞ দাবি করেন, ‘গ্রহাণু অস্ত্র’ তৈরি করছে আমেরিকা। সেই অস্ত্রে হামলা চালাতে পারে রাশিয়ার উপরে। এবার রুশ সংসদ সদস্য তথা নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির প্রধান ইরিনা ইয়ারোভায়ার বিস্ফোরক দাবি, রাশিয়াকে হামলা করতে ভয়ংকর ‘মশা বোমা’ তৈরি করছে আমেরিকা। এর জন্য মশার জিনগত বদল ঘটিয়েছে মার্কিন বিজ্ঞানীরা। ওই মশা প্রাণ কাড়তে পারে লক্ষ লক্ষ রুশ নাগরিকের।
ইরিনার বিস্ফোরক বক্তব্যের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই পেন্টাগনের নতুন ‘মারণ অস্ত্রে’র উল্লেখ করা হয়েছে। ঠিক কী দাবি করেছেন রুশ সংসদীয় কমিটির প্রধান?
ভাইরাল ভিডিওতে ইরিনা জানিয়েছেন, পেন্টাগনের ঘাতক প্রকল্পের নাম ‘অ্যালাইড ইনসেক্টস’। যা আদতে জীবাণু অস্ত্র তৈরির ষড়যন্ত্র। মার্কিন বিজ্ঞানীরা প্রাণঘাতী ভাইরাস ঢুকিয়ে দিচ্ছেন মশার শরীরে। ওই রকম ঝাঁক ঝাঁক মশা ছড়িয়ে দেওয়া হবে মস্কো শহর-সহ গোটা রাশিয়ায়। যার ফলে ভয়ংকর মহামারী দেখা দেবে সেদেশে। প্রাণ হারাবেন অসংখ্য মানুষ। ভিডিওতে ইরানা আরও দাবি করেছেন, মার্কিন ‘মশক অস্ত্র’ রুখতে তৈরি হচ্ছে রাশিয়াও। হামলা মোকবিলায় একটি কমিশন গঠন করেছে রুশ সংসদ।
ক্রেমলিনের শীর্ষ মহলের একাংশের দাবি, মশায় জিনগত পরিবর্তন করে ড্রোনের মাধ্যমে তা রাশিয়ায় ছড়িয়ে দেয়ার ছক কষেছে আমেরিকা। ইঞ্জেকশনের মাধ্যমে মরাণ ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে মশার শরীরে। মশা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছে। ইতিমধ্যে মশক সেনা রাশিয়ার উদ্দেশে রওনা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা তাদের। ক্রেমলিন এত কথা বললেও তাদের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মস্করা শুরু হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলের একাংশের দাবি, ‘গ্রহাণু হামলা’ কিংবা ‘মশা বোমা’র দাবি আসলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বাজার গরম করার প্রক্রিয়া ছাড়া কিছুই নয়। (সূত্র: ইউকে মেট্রো)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.