চট্টগ্রাম ব্যুরো: মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির মধুকৃষ্ণা ত্রয়োদশীর মন্দাকিনী স্নান উৎসব ও মেলা পরবর্তী পুনর্মিলনী সভা উদালিয়া চা বাগান চত্বরে অনুষ্ঠিত হয়।
পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীলের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মানস চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় অতিথি ছিলেন, দাতা সদস্য ও পৃষ্ঠপোষক শ্রীযুত বাবু শিবলু দাশ, ডাঃ মানিক নাথ, উপদেষ্টা প্রভাত শীল, স্নান উৎসবের আয় ব্যয় উপস্থাপন করেন অর্থ সম্পাদক অনিল সেন। উন্নয়ন বিষয়ক বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সদস্য সচিব ও পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জয়টু কুমার শীল। পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল দেব ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক তরিৎ সেনের অকাল প্রয়াণে শোক প্রস্তাব পাশ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.