মধুখালীতে উদ্বোধনের ৭২ ঘণ্টা পর চিনিকল বন্ধ, আখচাষিদের সর্বনাশ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারি শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সরকারি চিনিকল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে চলতি ২০২২-২৩ মাড়াই মৌসুম চালুর ৭২ ঘণ্টার মধ্যে চিনিকলটির আখমাড়াই বন্ধ হয়ে গেছে।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ৫০ হাজার ৩০ মেট্রিক টন আখমাড়াই করে ৫০ দিনে মোট ৩ হাজার ১০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শুভ উদ্বোধন হয়।
কিন্তু উদ্বোধনের ৭২ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৭টা থেকে চিনিকলের আখমাড়াই বন্ধ হয়ে যায়। শত শত আখচাষি দুই দিন তাদের আখ চিনিকলে এনে বসে আছেন। ওজনও নেওয়া হচ্ছে না। মিল বন্ধ হওয়ায় আখচাষিরা মিলের প্রশাসনের অদক্ষতাকে দায়ী করছেন। চিনিকলের কারখানার সামনে ইয়ার্ডে হাজার হাজার মণ আখ পড়ে আছে। এছাড়া চাষিদের শত শত গাড়ি আখ দুই দিন মিলগেটের বাইরে সিরিয়ালে রয়েছে। ফলে শুকিয়ে যাচ্ছে আখ।
মিলগেট আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম খান বলেন, প্রশাসনের অদক্ষতার কারণেই দুই দিন মিলের আখমাড়াই বন্ধ। এতে চাষিরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রশাসন আমাদের জানিয়েছে, ব্রয়লারের যান্ত্রিক ত্রুটি দেখা দিছে। ব্রয়লারের পাইপের ছিদ্র হওয়ার কারণে পানি চলে যাচ্ছে। তিনি আরও বলেন, মিল চালু না হলে কৃষকের আখ ওজন দিয়ে ইয়ার্ডে রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছি।
মহাব্যবস্থাপক (কৃষি) মো. আনিসুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অর্থাৎ ব্রয়লারে টিউব ফেটে যাওয়ায় মিলটি বন্ধ রয়েছে। কাজ চলছে। রাতের মধ্যে আখ মাড়াই শুরু হতে পারে।
কারখানা ব্যবস্থাপক কল্যাণ কুমার দেবদাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমি অল্প সময়ে এ মিলে যোগদান করি। আমাদের ডিসিএমই রাজু আহমেদ জানান মিলটি অতি পুরাতন ব্রয়লারের টিউব ফেটে যাওয়ায় বন্ধ হয়ে গেছে। করোনার কারণে টিউব সংগ্রহ করা সম্ভব হয়নি। মেরামতের চেষ্টা চলছে। হয়তো রাতে চালু হতে পারে।
আজ বুধবার (২৮ ডিসেম্বর) চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. খবির উদ্দিন মোল্যা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিলটি বন্ধ হয়। ব্রয়লারের টিউব লিকেস হওয়ায় এমনটা হয়েছে। কাজ চলছে। আশা করছি দ্রুত চালু হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.