মদের কারখানায় র‍্যাবের অভিযান, ৪ ড্রাম মদসহ গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মদের কারখানায় অভিযান চালিয়ে ৩২৩০ লিটার (৪ড্রাম) চোলাইমদসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫।

২৭ অক্টোবর  সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর থানাধীন নওদা মিশন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- টুডু (৩৩), রশিদ মুর্মু (৩৫) ও এস্তেরিনা হেব্রম (৫০)।
বৃহস্পতিবার রাতে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসির একটি অভিযানিক দল জানতে পারে যে, গোমস্তাপুর থানাধীন নওদা মিশন নামক গ্রামে আটককৃত মাদক ব্যবসায়ীরা নিজ বসতবাড়ীতে চোলাইমদ উৎপাদন করছে। পরে উক্ত স্থানে অভিযান চালায় র‍্যাব। এসময় ৩২৩০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় ৩জন মাদক ব্যবসায়ীকে।
র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ বসতবাড়ীতে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন করে।
এ ব্যাপারে আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.