বেলকুচিতে জেলেদের মাঝে চাউল বিতরণ করলেন মেয়র রেজা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার জেলেদের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাউল বিতরণ করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) পৌর ভবনে পৌর এলাকার ৭৫ জন জেলেকে মানবিক সহায়তার আওতায় ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাটকা আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, জাটকা আহরণের নিষিদ্ধ সময়ে সরকারের মানবিক সহায়তা পেয়ে জেলেদের জীবন জীবিকা নিয়ে চলতে পারবে এবং কিছুটা কষ্ট লাঘব হবে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইকবাল রানা, কাউন্সিলর ফজলুর রহমান ফজল পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.