মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে ও কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আজ বুধবার সারাদেশের ন্যায় দেশের প্রধান দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও কুড়িগ্রামের অনলাইন পত্রিকার সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ডিসি সুলতানা পারভীন সহ সহোযোগীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ১ ঘন্টার এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ।

মানববন্ধনে মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে ও কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সমকাল সাংবাদিক হাসিবুল ইসলাম মিতুর উপস্থাপনায় বক্তব্য রাখেন, ঐক্যপরিষদের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবার রহমান মনি, সদস্য সচিব মৃত্যুঞ্জয় রায়, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য মানিক লাল দত্ত, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, যুগান্তরের সাংবাদিক সফিকুল ইসলাম চিনু, আজকালের সাংবাদিক শফিকুল ইসলাম সফি, যায়যায়দিনের প্রতিনিধি মনিরুজ্জামান লেবু, সাংবাদিক কাজী বশির আহম্মেদ, খোলা কাগজের সাংবাদিক আবেদ আলী, যুগের আলোর সাংবাদিক মাইদুল হাসান, শরিফুল ইসলাম প্রিন্স, ছানোয়ার হোসেন বাদশা, সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী, রাশেদুজ্জামান সুমন, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক এরশাদ আলম, রবিউল ইসলাম রাজ, আল ইকরাম বাবু, ফরহাদ ইসলাম, মশিয়ার রহমান, এনআই মানিক, জুয়েল শাহ, কৃষ্ণ চন্দ্র রায়, হারুন-অর-রশিদ, রিয়াদুল ইসলাম রিয়াদ, অনলাইন তিস্তা টিভির ইমদাদুল হক প্রমূখ।

বক্তব্যে আহ্বায়ক বলেন, মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতনকারী ডিসি ও অন্যান্যদের শাস্তির দাবী জানান এবং উপজেলা প্রাথমিক অফিসের ২৪৪ টি স্কুলের বরাদ্দকৃত টাকা ভাগবাটোয়ারার তীব্র নিন্দা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.