মজাহারুল হকের জয় নিশ্চিতে নারীরাও ভোটারের দ্বারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনটি একটি পৌরসভা ও ৩ টি উপজেলার  ২৩ টি ইউনিয়নের  ৩ লক্ষ ৭৯ হাজার ২ শ ৭ জন ভোটারের ১ লক্ষ ৮৯ হাজার ২ শ, ৮৯ জন নারী ভোটার নিয়ে গঠিত।

আসনটিতে মজাহারুল হক প্রধানের জয় নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চেয়ে বেরাচ্ছেন নারীরাও।

পৌরসভার ৯টি ওয়ার্ড ছাড়াও ২৩ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাচ্ছেন তারা। এমনকি উঠান বৈঠক, নারী সমাবেশ
ভোটারদের জানিয়ে দিচ্ছেন সরকারের উন্নয়ন বার্তাসহ পঞ্চগড়ে  বিশ্ববিদ্যালয় স্থাপন করতে মজাহারুল হক প্রধানের স্বপ্নের কথাও। নারীদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালাচ্ছেন নারীরা।

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে  গিয়ে দেখা যায়, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ারের নেতৃত্বে চালানো হচ্ছে মজাহারুল হক প্রধানের নির্বাচনী প্রচারণা।

অন্যদিকে  রয়েছেন মজাহারুল হক প্রধানের সহধর্মিণীসহ মহিলা লীগের  নেতৃবৃন্দ।

নৌকা মার্কার জন্য বিভিন্ন ইউনিট কাজ করছে গ্রাম-গঞ্জে। এরমধ্যে কয়েকটি নারী ইউনিট রয়েছে। শুধু রাজনৈতিক নেতা কর্মীই নন পেশাজীবীরাও প্রচারনা চালাচ্ছেন মজাহারুল হক প্রধানের জন্য।#

সংবাদ প্ররেক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি  শেখ সম্রাট হোসাইন ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.