মংলা বন্দরে সরকারি খাদ্যপণ্য আত্মসাতের ঘটনা তদন্তে দুদক

 

খুলনা ব্যুরো: মংলা বন্দর থেকে খাদ্য অধিদপ্তরেরসরকারি পণ্য পরিবহনকালে আত্মসাতসহ নানা ধরনের অনিয়মের ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোঃ নাসির হোসেন এ অনুসন্ধান দলের প্রধানের দায়িত্ব পালন করছেন। মংলা বন্দর থেকে খাদ্য অধিদপ্তরের সরকারি পণ্য পরিবহনকালে আত্মসাতসহ নানা ধরনের অনিয়মের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে সুনির্দিষ্টভাবে কোন অভিযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে তা’ প্রকাশ করেননি দুদক কর্মকর্তা।

খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ড. এস এম মুহসিন জানান, আমরা দুদকের তদন্ত টিমকে সর্বাত্মক সহযোগিতা করছি। যাতে করে ট্রানজিটকালে সরকারি খাদ্যপণ্য অনিয়মের শিকার না হয়।উল্লেখ্য, ইতোপূর্বে মংলা বন্দরে আগত বিদেশী জাহাজে সরকারি খাদ্য পণ্য খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনকালে নানা ধরনের অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে। ওই সব অনিয়ম ও আত্মসাতের ঘটনায় মামলা রয়েছে। এসকল অনিয়ম রোধ করতে খাদ্য অধিদপ্তরের পরামর্শে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশব্যাপী অনুসন্ধান শুরু করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.