ভয়হীন নাটোর উপহার দিতে চাই-পুলিশ সুপার লিটন

নাটোর প্রতিনিধি:  ভয়হীন নাটোর গড়তে চাই ঘোষনা দিয়ে নাটোরের নবাগত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, জেলার সকল থানা হবে সাধারন মানুষের যাতায়াতের কেন্দ্র বিন্দু। পুলিশ যেন ভাল ব্যবহার করে সেটা নিশ্চিত করতে চাই।

পুলিশ সুপার বলেন, নিজেদের আগে শুদ্ধ হতে হবে, কোন পুলিশ যদি মাদকের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।

নাটোর জেলা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় এনএস সরকারী কলেজ অডিটোরিয়ামে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সন্ত্রাসীর ভয়ে সাধারন মানুষ থানায় গিয়ে অভিযোগ করার সাহস পায় না, আমি এই পরিস্থিতির পরিবর্তন করে যাবো। সাধারন মানুষ যাতে সকল অভিযোগ দ্বিধাহিন ভাবে বলতে পারে সেজন্য হট লাইন চালু করা হবে।

অনুষ্ঠানে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এর পরিচালনায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ, দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ন কুমার সহ অন্যান্যেরা।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশের সদস্য, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক সহ সকল স্তরের মানুষরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.