ভ্যানে চড়ে বানভাসীদের খবর নিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সিংড়ার চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে বানভাসীদের খবর নিতে বিরামহীন ছুটে চলেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইতোমধ্যে প্রবল বন্যায় সিংড়ার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে পাঁচ শতাধিক পুকুরের মাছ। ডুবে গেছে সাড়ে তিন হাজার হেক্টর জমির ফসল। যা ২০১৭ সালের ভয়াবহ বন্যাকে হার মানিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে নিু আয়ের মানুষ।

সেই কর্মহীন বানভাসী মানুষের খোঁজ-খবর নিতে বিরামহীন ভাবে ছুটছেন প্রতিমন্ত্রী পলক। আজ বুধবার সারাদিন প্রতিমন্ত্রী পলক কখনও হেঁটে, কখনও নৌকায়, কখনও ভ্যান গাড়িতে, আবার কখন নিজে বাইক চালিয়ে চলনবিলের বিভিন্ন এলাকার বানভাসীদের খোঁজ-খবর নেন। পৌঁছে দেন খাদ্য সামগ্রীসহ প্রয়োজনী জিনিসপত্র। পরে আত্রাই নদীর পানির তোড়ে ভেঙে যাওয়া মহেশচন্দ্রপুরের কলকলির বাঁধ ও কলম উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী পলক।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কলম, ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, আবু বকর সিদ্দিক রকি, এলজিইডির প্রকৌশলী হাসান আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, মৎস্য কর্মকর্তা ওলিউল্লাহ মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.