ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কা, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে গড়াশিন রেলক্রসিং-এ ভ্যানগাড়িতে ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনটিতে ত্রুটি দেখা দেওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, একটি ভ্যানগাড়ি নিয়ে চালক গড়াশিন ক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। তবে চালক দ্রুত সরে যাওয়ায় হাতহতের ঘটনা ঘটেনি। কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। এ ঘটনার পর ট্রেনটিতে ত্রুটি দেখা দেয়।

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার সোহেল খান বিটিসি নিউজকে বলেন, দুর্ঘটনার পর ট্রেনটিতে ত্রুটি দেখা দিয়েছে। সম্ভবত ট্রেনটির হুইসপাইপ ছিঁড়ে পড়ে গেছে। অন্য আরেকটি হুইসপাইপ লাগানোর চেষ্টা চলছে। বর্তমানে এ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার কারণে ঘারিন্দা, করটিয়া ও মহেড়ায় তিনটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মো, সেলিম রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.