বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইট হাউসে একটি বৈঠক করবেন। ভেনেজুয়েলার উপর ক্রমাগত চাপ বৃদ্ধি করার মধ্যে এই বৈঠক করছেন বলে বিষয়টি সম্পর্কে অবগত সূত্র সিএনএনকে জানিয়েছে।
ট্রাম্পের মন্ত্রিসভা এবং জাতীয় নিরাপত্তা দলের গুরুত্বপূর্ণ সদস্যরা, যাদের মধ্যে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস এবং ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারও উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসে বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর চাপ বৃদ্ধি করেছে, ‘মাদকবাহী’ জাহাজে হামলা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েন বাড়াচ্ছে।
এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে আরও বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থলপথে এবং সমুদ্রপথে ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধ করবে।
এর আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি নির্দেশিকা জারি করেন, যেখানে বিমান সংস্থা, পাইলট এবং অপরাধী নেটওয়ার্কগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়।
এদিকে, ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে ফোনে কথা বলেছেন, কিন্তু কী আলোচনা হয়েছে তা তিনি উল্লেখ করেননি।
এছাড়া ওভাল অফিসের এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন আইনপ্রণেতারা এই অঞ্চলে কথিত মাদকবাহী নৌকার উপর মার্কিন হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেখানে মাদক পাচারের অভিযোগে জাহাজগুলোতে মার্কিন হামলায় মার্কিন ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন।
সিএনএন গত সপ্তাহে এই বিষয়টির সাথে পরিচিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রাথমিক হামলায় সকল আরোহী নিহত না হওয়ার পর, সন্দেহভাজন মাদকবাহী জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী হামলা চালিয়েছে।
উভয় পক্ষের আইনপ্রণেতারা এই হামলা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ কেউ এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও অভিহিত করেন। #















