ভূরুঙ্গামারীতে ৯ রোহিঙ্গা আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের ৭ জনসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন: বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮), নাদিম (১৫), রিয়াজ (১০), তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটোরিকশা কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। আধিকতর জিজ্ঞাসাবাদে তারা জানায় সলিম নামের এক ব্যক্তির মধ্যস্ততায় ভারত যাওয়ার উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.