ভূমি জালিয়তির অভিযোগে সাবেক কাউন্সিলরসহ ৩ জনকে জেল হাজতে প্রেরন

নিজস্ব প্রতিবেদকভূমি জালিয়তির অভিযোগে ৩ জনকে জেলহাজতে প্রেরন আজ মঙ্গলবার ১৫ জানুয়ারী ভূমি জালিয়তির অভিযোগে, রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ ৩ জনকে জেল হাজতে প্রেরন করেছ রাজশাহীর একটি আদালত।

মামলা সূত্রে জানা গেছে,রাজশাহী লক্ষিপুর ভাটা পাড়ার মৃত লায়েব উদ্দিনের ছেলে আবুল কাশেমের ৬-১-৭৫ সালের ক্রয় করা সম্পত্তির জাল দলিল করে, নগরীর তেরোখাদীয়ার মৃত তাহের উদ্দিন মন্ডলের ছেলে মোঃ মুরাদ আলী (সাবেক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর),আজাহার আলী ও মোতালেব আলী তিন ভাই নিজেদের ঐ জমির মালিক দাবি করে আবুল হোসেনকে জমি থেকে উচ্ছেদর ও প্রানে মারার হুমকী দিলে তিনি রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।যার নং ১৫,তারিখ ১০-১-১৯।

আজ আসামীরা কোটে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.