সব অনলাইন পত্রিকা ও টেলিভিশনকে নীতিমালার আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরোআজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের সব অনলাইন পত্রিকা ও টেলিভিশনকে নীতিমালার আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবীতেই অনলাইন মিডিয়ার বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা ঠিক হবে না। নীতিমালার ভিত্তিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হলে ভুঁইফোঁড় অনলাইন বন্ধ হয়ে যাবে। অনলাইন টেলিভিশনেরও অনুমোদন নেয়ার ব্যবস্থা আমরা করবো। যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কাজ শুরু করবো।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.