ভূমিসেবা ডিজিটাল করণে প্রধানমন্ত্রীকে ভূমি মন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতির পর্যায়ক্রমিক বাস্তবায়ন

ভূমি মন্ত্রণালয়: গোপালগঞ্জে অনুষ্ঠিত ই-নামজারি কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে, মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, ভূমি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন ডিজিটালাইজড করার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর তাঁর পরিকল্পনার কথা।

ভূমি মন্ত্রী আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালকরণের মাধ্যমে জনগণকে দুর্নীতিমুক্ত কার্যকরী ভূমি সেবা প্রদানের ব্যবস্থা করাই তাঁর প্রতিশ্রুতি। তিনি স্বল্পমেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ভূমি মন্ত্রণালয়কে তাঁর প্রতিশ্রুত পর্যায়ে নিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, এটুআই এবং ভূমি সংস্কার বোর্ডের সহায়তায় গোপালগঞ্জ সহ দশটি জেলায় ই-নামজারি কোর্স পরিচালিত করা হয়। উক্ত কোর্সে সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, নামজারি সহকারী সহ মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানরত সরকারি কর্মচারীদের উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় দুটি ব্যাচে মোট পঞ্চান্নজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন। ইতিমধ্যে, ঢাকা মহানগরীতে নামজারির কাজ সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে এখন জেলা শহরগুলোতে এই ব্যবস্থা চালু করার উদ্দেশ্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়।

ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে জানানো হয়, ই-নামজারি অ্যাপ্লিকেশনটি খুবই ব্যবহার বান্ধব। উল্লেখ্য, ‘ই-নামজারি’ অ্যাপ্লিকেশনটি মূলত ‘জমি’ নামক জাতীয় ভূমি-তথ্য ও সেবা অনলাইন প্ল্যাটফর্মের একটি অংশ। এছাড়াও, প্রশিক্ষণপ্রাপ্ত ভূমি সেবা প্রদানকারীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খোলা হয়েছে – যেন প্রথমে তাঁরা নিজ সমস্যার কথা একে অপরকে জানানোর মাধ্যমে দ্রুত সমাধান পেতে পারেন। সেই সাথে, অ্যাপ্লিকেশনটির ব্যবহার পদ্ধতি ইউটিউবে আপলোড করা আছে। ভূমিসেবা গ্রহণকারীদের নির্বিঘ্ন সেবা প্রদানের সুবিধার কথা বিবেচনা করেই তাঁরা এই অনানুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সেবা সহজী করণ কার্যক্রমের এক ধরণের বাস্তবায়ন।

ভিডিও কনফারেন্সে মাননীয় মন্ত্রী উক্ত জেলার বিভিন্ন সমস্যার কথাও জানতে চান এবং মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে ভূমি সচিবকে নির্দেশ দেন। মাননীয় মন্ত্রী উল্লেখ করেন, তিনি টিমে বিশ্বাসী। তিনি আশা ব্যক্ত করেন সবাই মিলে ভালোভাবে কাজ করলে অবশ্যই ভূমি সেক্টরের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

ভিডিও কনফারেন্সে ভূমি মন্ত্রী ছাড়াও, ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটোয়ারী এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন। এছাড়া, ভিডিও কনফারেন্সের গোপালগঞ্জ অংশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার সহ প্রশিক্ষণ তত্ত্বাবধানরত ভূমি সংস্কার বোর্ডের প্রশিক্ষক, সংশ্লিষ্ট কালেক্টরেটের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।

ভিডিও কনফারেন্সের পর ভূমি মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

(ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের ভূমি ব্যবস্থাপনা , ভূমি কর আদায় এবং ভূমি সংক্রান্ত সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত। মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।) #( প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.