ভূমিকম্পের কারণে তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সরকারিভাবে মৃতের সংখ্যা আবারও বেড়ে যাওয়ার কারণে তুরস্কে দক্ষিণ-পূর্বাঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন বলে জানায় বিবিসি।
তিনি জানান, শুধুমাত্র তুরস্কে  মৃতের সংখ্যা ১৩০ থেকে বেড়ে ৩ হাজার ৫৪৯ এ দাঁড়িয়েছে।
তাইয়েপ এরদোয়ান আরও জানান, ভূমিকম্প দুর্যোগ অঞ্চলের মধ্যে ১০টি শহর রয়েছে এবং দেশটি বিশ্বের ৭০টি দেশ থেকে সাহায্যের প্রস্তাব পেয়েছে।

Untitled-49 copy

এছাড়া প্রেসিডেন্ট এরদোয়ান আন্টালিয়ার হোটেলগুলোকে ভূমিকম্পে গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ঘোষণা দিয়েছেন। তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই রিসোর্টটি পুরো ইউরোপ জুড়ে  ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

01

অপরদিকে সিরিয়া অংশে নিহতের সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এখনো ধ্বংসস্তূপে হাজারো মানুষ আটকা পড়ে আছে। সব মিলিয়ে ৫ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। তুষারপাতের কারণে উদ্ধার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না।
মঙ্গলবার সকালে ইস্তাম্বুলের সাবিহা গোকসেন বিমানবন্দরে প্রচণ্ড তুষারপাতের কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.