ভাসানচরে রোহিঙ্গা সন্ত্রাসীর কবজি বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ভাসানচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে সিরাজ (৩৭) নামে একজনের ডান হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ গ্রুপ।
গতকাল বুধবার (০২ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বিটিসি নিউজকে বলেন, আহত সিরাজকে ভাসানচরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে হয়েছে। তিনি রোহিঙ্গা ইমান হোসেনের ছেলে।
তিনি আরও বলেন, সিরাজের হাতের বিচ্ছিন্ন কবজি উদ্ধার করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও লুটের মালামাল ভাগবাটোয়ারা নিয়ে রোহিঙ্গা সিজার-আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজের ডান হাতের কবজি কেটে নিয়ে যায়।
রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা ও লুটপাটের মালামাল নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তারা নিজেদের দাবি আদায় বাদ দিয়ে এখন আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতায় জড়িয়ে পড়ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.