ভারী বৃষ্টিতে সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা বিপর্যয়ের কবলে

কলকাতা (ভারত) প্রতিনিধি: এই সমগ্র পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল ভারী বৃষ্টির কবলে পড়ে জনজীবন ব্যহত। দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক এলাকা দুর্যোগের কবলে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে,খুব প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে যেতে নিষেধ করা হয়েছে। নদী বাঁধের এলাকা গুলিতে চলছে মাইকং। বিশেষ কন্ট্রোল রুম খুলে বিপর্যয়ের মোকাবিলা করার চেষ্টা চলছে। দক্ষিণ বঙ্গের সমস্ত পর্যটন এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাস্তায় ও নদীবাঁধ এলাকা গুলোত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়ার দপ্তরের খবর অনুযায়ী আপাতত কিছুদিন এই দুর্যোগ চলবে।
পাশাপাশি ডিভিসি সহ একাধিক সেচ দফতরকে বলা হয়েছে আগাম খবর না দিয়ে যেন জল না ছাড়ে। ইতিমধ্যেই কিছু কিছু নীচু এলাকা সেচ দফতরের জল ছাড়ার জন্য প্লাবিত হয়েছে। পরিস্থিতি যাতে নাগালের মধ্যে থাকে তার জন্য প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতি দু-ঘন্টায় পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহল করতে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.