BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারী অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এক ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান থাকার কথা নিশ্চিত করেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান নেন। এর পাশাপাশি, পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন যে আইনটি মূলত জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, এই নতুন আইন সম্পর্কে বাহিনীগুলোর যদি কোনো আপত্তি থাকে, তবে তারা তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে পারে।

তবে, অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি সতর্কতার সঙ্গে এড়িয়ে যান।

দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশব্যাপী ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তিনি আরও উল্লেখ করেন যে সরকার এসব ভলান্টিয়ারদের জন্য অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধা দেওয়া যায় কি না, সেই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই সম্মাননা অনুষ্ঠানে কাজে বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে পুরস্কৃত ও সম্মানিত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩ অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ হিসেবে অভিহিত করলো পেন্টাগন