ভারত থেকে আরও ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা ব্রাজিলের

(ভারত থেকে আরও ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা ব্রাজিলের–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের মহামারি মোকাবেলায় ভারত হতে আরও ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা করেছে ব্রাজিল। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশটির বিজ্ঞানীদের সঙ্গে যৌথ অংশীদারিত্বে দুই দেশের স্বাস্থ্যখাতকে উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী মার্কোস পন্তেস।
তিনি বলেন, ভারতের মতোই আমাদের রাষ্ট্রটি বড় এবং আমাদেরও বড় একটি জনগোষ্ঠী আছে। আমরা সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে চাই। সেই লক্ষ্যে ভারত থেকে বাড়তি ডোজ আনার পরিকল্পনা করেছি আমরা।
ভারতীয় ভ্যাকসিন বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক ব্রাজিল। এ প্রসঙ্গে পন্তেস বলেন, ভারতে করোনা ভাইরাস নিয়ে যেসব বিজ্ঞানী কাজ করছেন তাদের সঙ্গে ব্রাজিলিয়ান বিজ্ঞানীদের যৌথ অংশীদারিত্বে কাজ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। শুধু করোনা নয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়েও কাজ করার ইচ্ছা আমাদের। যৌথভাবে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.