ভারত-চীনের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে যাচ্ছে হিমালয়ের দেশ নেপাল

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্করেলওয়ে যোগাযোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিকভাবে হিমালয়ের দেশ নেপাল পার্শ্ববর্তী দেশগুলোর দিকে অগ্রসর হচ্ছে। দেশটির  নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে শিগগির ভারত এবং চীনে রেল যোগাযোগ স্থাপন করবে দেশটি।

গতকাল শুক্রবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জানান , নেপাল ভারত এবং চীনের সঙ্গে কাঠমান্ডুর রেল যোগাযোগ স্থাপন করবে।
এর জন্য রেলপথ নির্মাণের পরিকল্পনা শুরু করেছে কাঠমান্ডু। আগামী দুই বছরের মধ্যে রেলপথ নির্মাণ কাজ শুরু হবে।

নেপালের পার্লামেন্টে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেন, ভারত ও চীন উভয়কে কাঠমান্ডুর সঙ্গে সংযুক্ত করা হবে বীরগঞ্জ সীমান্ত থেকে কাঠমান্ডু এবং রেসুওগাধি সীমান্ত থেকে কাঠমান্ডুতে রেলপথ নির্মাণ করে।

এর জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরি করা হবে। এছাড়া এর নির্মাণ কাজ দুই বছরের মধ্যে শুরু করা হবে।

এসময় প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি আরও একটি বিষয় নিশ্চিত করে বলেন, আগামী অর্থবছরে নেপাল ও ভারতের মধ্যে প্রথম ট্রান্স সীমান্ত রেলওয়ে করার পরিকল্পনা হাতে নেওয়া হবে।

তিনি বলেন, আগামী অর্থবছরে রেলপথ নির্মাণ শুরু হবে জয়নগর-বিজলপুরা ও ভারতের বাথনাহা থেকে বিরাটনগরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.