ভারতে হঠাৎ বাড়ছে জিকা ভাইরাস’র রোগী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক শহরেই অন্তত ৮৯ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জনই শিশু। দেশটির কানপুর শহরে ঘটেছে এ ঘটনা।
আজ সোমবার (০৮ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, জিকা ভাইরাস আবিষ্কৃত হয়েছে ১৯৪৭ সালে। এটি একটি মশাবাহিত রোগ। ব্রাজিলে ২০১৫ সালে মহামারি আকারে দেখা দিয়েছিল জিকা। এবার কানপুরে ভাইরাসটি শনাক্ত হয় গত ২৩ অক্টোবর। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে।
কানপুরের চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন, রোগটি ছড়িয়ে পড়া রোধ করতে বেশ কয়েকটি টিম তৈরি করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.