ভারতে লকডাউন নিয়ে যা বললেন মোদি

(ভারতে লকডাউন নিয়ে যা বললেন মোদি–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনকে সর্বশেষ বিকল্প হিসেবে ভাবতে অনুরোধ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে।
গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। তাহলে লকডাউনের প্রশ্নই উঠবে না, নাইট কারফিউও জারি করতে হবে না, যদি আমরা সকলে মিলে করোনা বিধি মেনে চলি।

জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে টিকাদান কর্মসূচি জোরদার করার পক্ষে জোর দিয়ে তিনি আরও বলেন, বিশ্বে সবচেয়ে সস্তায় ভ্যাকসিন পাওয়া যায় ভারতেই। তাই ভারতের ভ্যাকসিনের চাহিদা বিশ্বজুড়ে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাদান চলবে। রাজ্যগুলোতে দ্রুততার সঙ্গে ভ্যাকসিন পাঠাতে হবে। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরী।

এছাড়া তিনি দেশের অক্সিজেনের ঘাটতি মেটানো, হাসপাতালের বেড বাড়ানো ও ওষুধ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন।

প্রসঙ্গত, আগামী ১ মে থেকে ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। পাশাপাশি খোলা বাজারেও করোনার টিকা পাওয়া যাবে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.