ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৯৪, মৃত একদিনেই আরও ২৫

কলকাতা প্রতিনিধি: আজ বুধবার (০৮এপ্রিল) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৯, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন ৷ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৯৪ ৷ সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন৷ করোনার সংক্রমণে দেশে মৃতের সংখ্যা প্রায় ১৫০ ছুঁল ৷ নতুন করে চারশোর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন কোভিড ১৯ ভাইরাসে ৷ মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ২৫ ৷
আক্রান্ত এবং মৃতের নিরিখে এখনও দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মৃতের সংখ্যা ৬৪৷ শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে  হয়েছে মোট ১০১৮ ৷ গুজরাত এবং মধ্যপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন করে ৷ গুজরাতের জামনগরে ১৪ মাসের একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৬৯০ জন৷ তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পঞ্জাবে ৭ জন করে রোগীর মৃত্যু হয়েছে৷
রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রম বর্ধমান ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৬, মৃত্যু হয়েছে ৯ জনের৷ রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৫ এবং আক্রান্ত ৬৯ ৷
দেশে সুস্হ হয়ে উঠেছেন ৪০১ জন ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.