ভারতের সশস্ত্র বাহিনীপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর কুন্নুরে দেশটির সশস্ত্র বাহিনীপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন।
জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। হেলিকপ্টারে সেনার কর্তারা ছিলেন। 
দুর্গম পাহাড়ি ওই এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনা কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
সেনাবাহিনীর ওই কপ্টারে বিপিন রাওয়াতসহ ৯ জন ছিলেন। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।
আজ বুধবার (০৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কুন্নুরে গভীর জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। (সূত্র: আনন্দ বাজার)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.