ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ‘ডি-লিট’ উপাধি দিবে

বিটিসি নিউজ ডেস্ক: কবি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আগামী ২৬ মে বিশেষ সমাবর্তন উৎসবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘ডি-লিট’ ডিগ্রি  তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডি-লিট’ ডিগ্রিতে ভূষিত করছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এস এম ইউসুফকে এ সম্মাননা দেয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, ‘আগামী ২৬ মে সকালে এই সমাবর্তন উৎসব শুরু হবে। প্রথম পর্বে থাকবে বিশেষ সমাবর্তন।
ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এখানে আসার বিষয়ে ৷ আমাদের কাছে এটা একটি গর্বের বিষয়৷’ উপাচার্য জানান, ‘গত বছর আমরা বাংলাদেশের বিশিষ্ট লেখক-অধ্যাপক আনিসুজ্জামানকে ও বিশিষ্ট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ডি-লিট উপাধি দিয়েছিলাম৷
শেখ হাসিনা বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন আগামী ২৫ মে । সেখানে তিনি উদ্বোধন করবেন বিশ্বভারতী চত্বরে নির্মিত বাংলাদেশ ভবনের । বাংলাদেশ সরকার ২৫ কোটি রুপি ব্যয়ে এই ভবনটি নির্মাণ করেছে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে উদ্বোধন অনুষ্ঠানে । #

Comments are closed, but trackbacks and pingbacks are open.