ভারতের উল্লেখযোগ্য আত্মনির্ভর ডিজিটাল পদক্ষেপ

কলকাতা প্রতিনিধি: দেশের বিভিন্ন মন্ত্রালয়গুলো নরেন্দ্র মোদীর আত্ম নির্ভর ভারতের ভাবনা অনুসরণ করে চলেছে ৷ এরফলে দেশীয় প্রকল্পে তৈরি জিনিসপত্র দেশবাসীর কাছে স্বল্পমূল্যে সহজলভ্য হবে এবং দেশ ধীরে ধীরে আত্ম নির্ভর হয়ে উঠবে ৷
আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এবার সায় দিল ভারতীয় রেল। ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ইউএভি ড্রোন। পরীক্ষামূলক পর্বে উত্তীর্ণ হয়েছে এই ইউএভি ড্রোনটি বলে জানানো হয়েছে রেলের তরফে। রেলওয়ে প্ল্যাটফর্মের দেখভালের পাশাপাশি এটি নজর রাখবে রেলওয়ে ট্র্যাক‚ ওয়ার্কসপ‚ বাড়তি যাত্রী পরিষেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। ড্রোনটির একটি কার্টুন যোদ্ধার চরিত্রের নামে নামকরণ করা হয়েছে ‘নিনজা’।

Digital India twit

https://twitter.com/_DigitalIndia/status/1299601678304514050?s=20

রেলের সম্পত্তির ওপর নজরদারি করবে নিনজা তাছাড়া এতে রিয়েল টাইম ট্র্যাকিং‚ ভিডিও স্ট্রিমিং সহ একাধিক উন্নত মানের পরিষেবা পর্যবেক্ষণ করা হবে এই ড্রোনের মাধ্যমে ৷

Digital India rtwit

https://twitter.com/_DigitalIndia/status/1299678184422604800?s=20

আইআইটি কানপুর বানিয়ে ফেলল বহু পরিচিত চিনা ক্যামস্ক্যানার মোবাইল অ্যাপ্লিকেশনের থেকেও উন্নত মানের মোবাইল অ্যাপ। নাম দেওয়া হয়েছে Kaagaz Scanner। কোন দরকারই নথির সফ্ট কপি বানানোতে এই অ্যাপের জুড়ি মেলা ভার। অ্যাপটিতে ইংরেজি ভাষা ছাড়াও হিন্দি ভাষাতেও পরিষেবা মিলবে বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.