ভারতীয় পাইলট উইং কমাণ্ডারকে মুক্তি দেয়ার ঘোষণা দেয়ায় প্রশংসায় ভাসছেন ইমরান খান

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপাকিস্তানে আটক ভারতীয় পাইলট উইং কমাণ্ডার অভি নন্দনকে আগামীকাল শুক্রবার মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।  এ কারণে ইমরান খানের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এমনকি ভারতীয়রাও ইমরানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ইমরান খানের ওই ঘোষণার পর ভারত জুড়ে স্বস্তি নেমে এসেছে। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন।

অমরিন্দর সিং বলেছেন, আমি খুবই খুশি; আমরা দাবি করছি যথাশীঘ্রই তাকে (পাইলট) মুক্তি দেয়া হবে। আমি মনে করি এটি ইমরান খানের একটি ভালো উদ্যোগ।

ইমরান খানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানিরাও।

এক টুইট বার্তায় পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক মাজহার আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের এ সিদ্ধান্ত একটি শুভ বার্তা বয়ে আনবে।

ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এক টুইটবার্তায় ইমরান খানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

এদিকে বিশ্লেষকরা বলছেন,  ঘুড়ির নাটাই রয়েছে পাকিস্তানের হাতেই। তবে বেশ হিসাব-নিকাষ করে এগোচ্ছেন ইমরান খান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.