পরিবেশ ও পাখির জন্য ভালোবাসা সিংড়ায় শিলা-বৃষ্টি থেকে পাখির জীবন বাঁচাতে বাসা তৈরি করছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

নাটোর প্রতিনিধি: নাটোরের চলনবিলে গত কয়েক দিনের লাগাতার শিলা-বৃষ্টিতে মানুষের দুর্ভোগের পাশাপাশি পশু-পাখির ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই পাখিদের কিছুটা দুর্ভোগ লাঘবে করতে উদ্যোগী হয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। তারা নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকায় আম, জাম, নিম, হরতকি সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচি পালনের পাশা পাশি গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক) এর সদস্য রৌফুননেছা, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক আবু হায়দার, পরিবেশ কর্মী শিথিলা খাতুন, রিপা খাতুনসহ স্থানীয় রেনেসাঁ অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুলের অর্ধ শতাধিক শিক্ষার্থী। পাশাপাশি শিক্ষার্থীদের চলনবিলের পানি দূষণ ও এর প্রতিকার সম্পর্কে ফিল্ড টিপস করানো হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে দীর্ঘ এক যুগ ধরে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.