“ভারতীয় পতাকা” হাতে তাণ্ডব ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল বিল্ডিংয়ে

(“ভারতীয় পতাকা” হাতে তাণ্ডব ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল বিল্ডিংয়ে)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২০২১-এর গত বুধবার (০৬ জানুয়ারী) যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক কালো দিন। এদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি ঠেকাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় পরাজিত ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার সমর্থকরা।
এদিকে এমন এক ন্যাক্কারজনক ঘটনার মাঝে একটি ছবি নিয়ে বেঁধে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা গেছে হামলাকারীদের হাতে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকাও। আর এ ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে মার্কিন নেটিজেনদের একাংশের মধ্যে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে (যার সত্যতা এখনো যাচাই হয়নি) দেখা যাচ্ছে, ওয়াশিংটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে জড়ো হয়েছেন তার সমর্থকেরা। সেখানে অন্তত একজনের হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা।

সেই ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘এখানে ভারতীয় পতাকার উপস্থিতি অত্যন্ত বিরক্তিকর’। এমনকি, ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকা এবং ভারতের জাতীয় পতাকার পাশাপাশি জমায়েতে ঠাঁই পেয়েছে ‘কনফেডারেট’ পতাকাও!

১৮৬১ সালে ক্রীতদাস প্রথার সমর্থক ১১টি রাজ্য আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ‘কনফেডারেট স্টেটস’ গঠন করেছিল। দীর্ঘ চার বছর গৃহযুদ্ধের পরে কনফেডারেট স্টেটসকে পরাজিত করে আমেরিকাকে ফের ঐক্যবদ্ধ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। ঘটনাচক্রে, দাসপ্রথা বিরোধী লিঙ্কনের দল রিপাবলিকান পার্টিরই নেতা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে আমেরিকা সফরে গিয়ে হিউস্টনে অনাবাসী ভারতীয়দের ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার মুখে শোনা গিয়েছিল, ‘আব কী বার, ট্রাম্প সরকার’ স্লোগান। সে সময়ও আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে মোদীর ‘অংশগ্রহণ’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার (০৬ জানুয়ারী) ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক ওই ভবনে ঢুকে পড়েন। সেখানে কংগ্রেসের অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা তাণ্ডব শুরু করেন। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.