ভারত’র কয়লা খনির ছাদ ধসে নিহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানায় একটি কয়লা খনির ছাদ ধসে মারা গেছেন ৪ জন শ্রমিক।
গতকাল বুধবার (১০ নভেম্বর) তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার শ্রীরামপুরের রাষ্ট্রীয় মালিকানাধীন সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানী লিমিটেড (এসসিসিএল) এর একটি  কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
খনির ছাদের একাংশ ভেঙে পড়লে বড় বড় পাথরের চাঁইয়ের নিচে ৩২ থেকে ৬০ বছর বয়সী চার শ্রমিক চাপা পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই চারজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসসিসিএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এন শ্রীধর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে ৭০ লক্ষ্ থেকে এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ এবং পরিবারের এক জনকে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। (সূত্র: এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.