ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। এ ম্যাচে মাঠে নামার আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নামবে রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড-ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। আর ইংল্যান্ড শিরোপা জিতেছিল ২০১০ সালের বিশ্বকাপে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২২ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। যেখানে ভারতের ১২ জয়ের বিপরীতে ইংলিশদের জয় ১০টিতে। এর মধ্যে বিশ্বকাপের মঞ্চে তিনবারের দেখায় ভারতের জয় দুটি, ইংল্যান্ডের একটি ম্যাচে।
ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।
ইংল্যান্ড একাদশ: অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.