ভারতকে বিভক্ত করছেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী : রাহুল গান্ধী

ফাইল ছবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতকে বিভক্ত করছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) ভারতের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও লেখেন, ‘এখন তাদের হারানোর একমাত্র উপায়, প্রতিটি ভারতীর মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া।’

এর আগের দিনই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনকে প্রতিহত করতে কর্তৃপক্ষের ‘বর্বর ও হিংস্র’ আচরণের জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধীর বোন ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। পাশাপাশি এই দিনকে তিনি ‘গণতন্ত্রের কালো দিন’ বলে উল্লেখ করেন।

রাহুল আরও বলেন, ‘এনআরসি এবং নাগরিকত্ব বিল সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। একই সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের মানুষ সংবিধান রক্ষার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছে, আর তাদের সেই কন্ঠকে চেপে ধরতেই বর্বরতা ও হিংস্রতার পথে হাঁটছে সরকার।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.