বড় জয় পেল ম্যানইউ-টটেনহ্যাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ইউরোপা লিগের শীর্ষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে গেল সোলশায়ারের দল। আরেক ম্যাচে, উলফসবার্গের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার।
অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের শীর্ষ ষোলোর পথে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই। ইপিএলে শেষ ম্যাচে ওয়েস্ট ব্রমের সঙ্গে ড্র।
দলের আত্মবিশ্বাস ফেরাতে ছাত্রদের সচেতনতার মন্ত্রই জপে দিয়েছিলেন সোলশায়ার। শিষ্যরাও স্প্যানিশ প্রতিপক্ষকে চাপে রেখেছে শুরু থেকেই।

তুরিনোতে গোল পেতে ম্যানচেস্টার ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ২৭ মিনিট পর্যন্ত। অ্যালিয়েঞ্জের আকাশে তখন শুধুই লালের ছড়াছড়ি। গোল করেন ব্রুনো ফার্নান্দেস।

প্রথমার্ধে আর গোল হয়নি। তবে, আক্ষেপের কোন কারণ নেই সমর্থকদের। ৫৭ মিনিটে আবারও হ্যামিলনের বাঁশিওয়ালার মত সমর্থকদের নিজের দিকে টেনে নেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো। ২-০’তে লিড পায় ইউনাইটেড।

সোসিয়েদাদের তখনো নেই সাড়া। ইউনাইডেট ছোটাচ্ছে যেন পাগলা ঘোড়া। ফার্নান্দেস ম্যাজিক শেষ না হতেই নায়ক রাশফোর্ড। ৬৪ মিনিটে ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকার গোলেই জয়ের পথ নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের।

রাশফোর্ডের পর, নিজেকে আটকে রাখতে পারেননি আরেক তরুণ ড্যানিয়েল জেমস। ২৩ বছর বয়সী ওয়েলস মিডফিল্ডারের শেষ সময়ের গোলে ৪-০ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ ষোলোর টিকিট প্রায় নিশ্চিত করেই ঘরে ফেরে রেড ডেভিল।

ইউনাইটেডের জয়ের রাতে উৎসব করেছে টটেনহ্যাম হটস্পারও। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১৩ মিনিটেই গোলের শুরু করেন স্পারদের তুরুপের তাস সন হিউং মিন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল।

৬ মিনিট পর পুসকাস অ্যারেনায় আবার‌ো খুশির ঝলক মরিনিয়োর চোখেমুখে। এবার উলফসবার্গের দুর্গে আঘাত লুকাস মৌরার। গোলরক্ষক কোফলার তিন গোল হজম করে তখন একেবারেই দিশেহারা।

কিন্তু ছন্নছাড়া রক্ষণে তার একার কিছুই করার ছিলোনা। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে লিন্ডেলের গোলে ব্যবধান একটু কমায় উলফসবার্গ। তবে, ৮৮ মিনিটে কার্লোস ভিনিসিয়াস গোল করলে সব আশাই শেষ হয়ে যায় তাদের। ৪-১ গোলের বয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.