বড়াইগ্রামে মহিলা ইজতেমা শুরু আগামীকাল


নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামীকাল রবিবার (২৬ জানুযারী) শুরু হচ্ছে তিনদিন ব্যাপী মহিলা ইজতেমা। এই ইজতেমাকে আয়োজকরা মহিলা বিশ্ব ইজতেমা নামকরণ করলেও বাংলাদেশের বাইরের কোন দেশের মহিলারা অংশ না নেয়ায় স্থানীয় ও আগতদের অধিকাংশরাই এটাকে বিশ্ব মহিলা ইজতেমা বলে সম্মতি প্রকাশ করেন না।

ইজতেমার আয়োজক শের আলী শেখ জানান, এবার ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দিন রবিবার সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। এরপর ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন। দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসেবে ইজতেমায় আগত মহিলাদের উদ্দেশ্যে বয়ান করবেন।

এছাড়া ৩ দিনই তাদের পাশাপাশি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা করবেন। শেষ দিন  আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে।

বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ দিলীপ কুমার দাস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা দিতে তিনদিনই সার্বক্ষণিক পুলিশের একটি বিশেষ টীম দায়িত্ব পালন করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.