বড়াইগ্রামে বিভিন্ন গ্রামিণ কাঁচা রাস্তার এইচবিবি করণ উদ্বোধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তার এইচবিবি (হেরিং বন বন্ড) করণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে ওই ইউনিয়নের পৃথক তিনটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার এইচবিবি করণ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সামনের বৃষ্টির মৌসুমে গ্রামীণ কাঁচা রাস্তা গুলো কর্দমাক্ত হয়ে চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়ে। এর ফলে কৃষকেরা তাদের উদপাদিত কৃষিজাত পণ্য বাজারে আনতে, অসুস্থ রোগীরা জরুরী ভাবে চিকিৎসা কেন্দ্রে যেতে ও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দারুণভাবে দুর্ভোগের স্বীকার হয়। এই জন দুর্ভোগ কমাতে ও গ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষে উপজেলা পরিষদ বিভিন্ন গ্রামীণ কাঁচা রাস্তা এইচবিবি ও পাকা করণের কাজ বাস্তবায়ন করতে উদ্যোগ গ্রহণ করে।

এরই অংশ হিসেবে জোয়াড়ি ইউনিয়নের চন্ডিপুর মফিজের বাড়ি অভিমুখে, ভবানীপুর পশ্চিমপাড়া আবুল হাশেম মোল্লার বাড়ি হতে রহিমের বাড়ি হয়ে মসজিদ ও আহমেদপুর বাজার হতে নন্দকুজা নদীর ঘাট পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রায় ১৮ কি.মি. কাঁচা রাস্তার এইচবিবি করণের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, মুক্তিযোদ্ধা হযরত আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সোবাহান প্রামাণিক, ইউপি সদস্য ডা. ফেরদৌস উল আলম, কামাল তালুকদার, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সমাজসেবক আলহাজ্ব মো. মফিজউদ্দিন, হাজী রহিম মাস্টার প্রমূখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.