নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর খ্রিষ্টান ধর্মপল্লী। এই ধর্মপল্লীর গীর্জা অভিমুখে মাত্র ৮০০ মিটার কাঁচা সড়কটিতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার জন্য ৬০ বছর ধরে অনুরোধ ও বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়ে আসছিলো সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। কিন্তু সামান্য কাজটুকু করতে সক্ষম হননি বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা। খ্রিষ্টান সম্প্রদায়ের এই দাবির প্রেক্ষিতে অবশেষে উদ্বোধন করা হলো ওই কাঁচা রাস্তার এইচবিবি (হেরিং বন বন্ড) করণের কাজ। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে এ কাজ ছাড়াও জোনাইল ইউনিয়নের আরও ৫টি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার এইচবিবি করণ উদ্বোধন করেন তিনি।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলে এই কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে চলাচলে প্রায় অনুপোযোগী হয়ে পড়ে। এর ফলে দারুণভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের। ভবানীপুর ক্যাথলিক গীর্জার পাল-পুরোহিত ফাদার যোশেফ মিস্ত্রি জানান, ১৯৫০ সালের দিকে প্রতিষ্ঠিত এই গির্জার অভিমুখে এই কাঁচা সড়কটিতে নূন্যতম ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার দাবিটি দীর্ঘদিনের। এই প্রত্যাশা এখন পূরণ হবার পথে। এ জন্য এই ধর্মপল্লীর সকলে খুশি। এই কাজ শেষ হলে ধর্মপল্লীর সকলে সহজে গির্জায় এসে প্রার্থনায় অংশ নিতে পারবে।
ভবানীপুর গির্জা সড়ক ছাড়াও একই দিন জোনাইলের চৌমোহন. দীঘইর, চর গোবিন্দপুর, দাড়িকুশি ও কচুগাড়ি এলাকার প্রায় ১৮ কিলোমিটার গ্রামিণ কাঁচা রাস্তা এইচবিবি করণের কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, ইউপি সদস্য ওয়ালিউল ইসলাম শিলু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সোবাহান প্রামাণিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পাল-পুরাহিত ফাদার যোশেফ মিস্ত্রি, ঠিকাদার মনির মন্ডল প্রমূখ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.