ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত কেন্দ্রে পুণঃভোট ৯ জানুয়ারী

ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত তিনটি কেন্দ্রে পুনঃভোট আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
এ আসনের তিনটি কেন্দ্রে ৯ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
স্থগিত তিনটি কেন্দ্র হল:— যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনিয়ম ও গোলযোগের কারণে এ তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
জানা যায়, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলারছড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া (কসবা) প্রতিনিধি মোঃলোকমান হোসেন পলা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.