ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৩ জনের করোনা ভাইরাস শনাক্ত

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় নতুন ০৮ জন সহ জেলায় নতুন ১৩ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৭৯১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ৩৪৬৫ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। সর্বশেষ জেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ১৬১ টি রিপোর্টে নতুন আরও ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৮ জন, সরাইল উপজেলায় ০১ জন, কসবা উপজেলায় ০৩ জন ও আখাউড়া উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৩৭৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৬৫৪ জন, আখাউড়া উপজেলায় ২৭২ জন, বিজয়নগর উপজেলায় ১০৬ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২০ জন, নবীনগর উপজেলায় ৫০৬ জন, সরাইল উপজেলায় ১৯৪ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৪০ জন ও কসবা উপজেলায় ৩৬৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৩৪৬৫ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৫৪৫ জন, আখাউড়া উপজেলায় ২২৩ জন, বিজয়নগর উপজেলায় ৯৮ জন, নাসিরনগর উপজেলায় ১২৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৯১ জন, নবীনগর উপজেলায় ৪৭৬ জন, সরাইল উপজেলায় ১৪৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৩২২ জন ও কসবা উপজেলায় ৩৩৬ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৯ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৩ জন, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০২ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮৩৫৬৬ জন। এখন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৬৮৪২৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪৯৫৮ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৭৯১ জন আক্রান্তের মধ্যে ৩৪৬৫ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৪৪ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১১ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ৩২৫৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩২৪৮৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩৭৯১ জন আক্রান্ত হয়েছে৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.