ব্রাজিলে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্কব্রাজিলে বাঁধ ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। এখনো নিখোঁজ রয়েছে তিন শতাধিক। নিখোঁজদের উদ্ধারে চলছে জোর তৎপরতা।

গত শুক্রবার ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের ব্রামাডিনহো শহরে এ দূর্ঘটনা ঘটে। এ পর্যন্ত অন্তত ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম। ব্রাজিলের সবচেয়ে বড় মাইনিং কোম্পানি ভেলের মালিকানাধীন খনিতে এই দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

উদ্ধার কাজের সহায়তা ও ক্ষতিপূরণ বাবদ এরিমধ্যে ভেলের ব্যাংক একাউন্ট থেকে জব্দ করা হয়েছে প্রায় দেড়শো কোটি মার্কিন ডলার। এর আগে, ২০১৬ সালে ব্রাজিলের মারিয়ানা শহরে খনির বাঁধ ধসে কমপক্ষে ১৯ জন নিহত হন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.