ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো গ্রেফতার

ফাইল ছবি

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। গতকাল বুধবার (০৪ মার্চ) সে ও তার ভাইকে জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়।

প্যারাগুয়ের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, পুলিশ বিভাগের সহযোগিতায় গতকাল বুধবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী এবং সাবেক এই বার্সেলোনা তারকার প্রেসিডেন্সিয়াল স্যুটে তল্লাশি চালায় মন্ত্রণালয়। সেখানে এমন পাসপোর্ট পাওয়া যায় যাতে তাদের দুই ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান। এতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে প্যারাগুইয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। তাদের কাছে ব্রাজিলিয়ান পাসপোর্ট নেই বলেও জানানো হয়।

এর আগে ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় রোনালদিনহোকে ২৩ লক্ষ ডলার জরিমানা করা হয়েছিল। সে সঙ্গে তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.