বেলজিয়ামে ছুরি হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) ব্রাসেলসের উত্তরের একটি রেল স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হামলাকারীকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
প্রাথমিকভাবে হামলার কারণ এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিরাপত্তাবিষয়ক একজন মুখপাত্র এরিক ভ্যান দুয়েস বলেছেন, ‘আমরা মামলা নিয়েছি। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে’।
জানা গেছে, হামলার শিকার হওয়ার আগে ওই দুই পুলিশ কর্মকর্তা সেখানে টহল দিচ্ছিলেন।
৬ বছর আগে, ২০১৬ সালে ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে হামলায় নিহত হন ৩২ জন। আগামী সপ্তাহে সেই হামলায় জড়িত অভিযোগে আইএসের ৯ সহযোগী সদস্য বিচারের মুখোমুখি হতে যাচ্ছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.