বেলকুচি পৌর নির্বাচনে বহিরাগতদের আনাগোনায় আতংকে পৌরবাসী

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আগামী ১৬ জানুয়ারী আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীর পথ সভায় পৌর এলাকার বাহির থেকে নেতাকর্মীদের এনে মিটিং মিছিল করাছে স্ব স্ব প্রার্থীরা।
এর মধ্যে উল্লেখ যোগ্য বিতর্কিত শাহাজাদপুরের সাবেক পৌর মেয়র মিরু। সে প্রকাশ্যে এক সাংবাদিকককে গুলিকরে হত্যার অভিযোগে মামলায় এজাহার ভুক্ত আসামী। এছাড়া ইউনিয়ন এলাকার লোকজন নির্বাচনের দিন পৌর এলাকায় আসলে অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পৌরবাসী।
নির্বাচনের দিন আতংক বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে। বেলকুচি পৌর এলাকার রতনকান্দি গ্রামের ভোটার তাহের আলী বলেন, আমরা নিরিহ মানুষ,বহিরাগতদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। ভোট দিতে ভয় পাচ্ছি। যদি বহিরাগত কেউ পৌর এলাকায় না আসে তাহলে আমরা নির্দিধায় ভোট দিতে যাবো।
মুকুন্দগাঁতী গ্রামের হাফিজুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শুনেছি শাহাজাদপুরের সাবেক মেয়র মিরু সাংবাদিকদের মতো মানুষকে হত্যা করেছে। আর আমরাতো সাধারণ মানুষ,আমাদের মারতে তার কিছুই মনে হবে না। ক্ষিদ্রমাটিয়া গ্রামের ভোটার শহিদুল ইসলাম বলেন,পৌর এলাকা ব্যাতিত বহিরাগত লোকজন না আসাই ভাল। বহিরাগতরা আসলে আমাদের মনে আতংক বিরাজ করবে অবশ্যই।
এব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দিবাগত রাত ১২ ঘটিকার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত কোন বহিরাগত ব্যক্তি পৌর এলাকায় আসতে পারবেনা। আমরা খবর পেলে ব্যবস্থা গ্রহন করবো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.