বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত!

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সোহার্দ্য ৩ প্লাস এসকেএস ফাউন্ডেশন ও কেয়ার বাংলাদেশ কর্মসূচি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি বিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সুদ্বীপ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রায়হান নবী।
এ সময় উপস্থিত ছিলেন বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, রাজাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, কেয়ার প্রতিনিধি টেকনিক্যাল ম্যানেজার সার্পোট এন্ড রিপ্রেজেন্টেশন রহুল আমিন, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা রনজিতা রানীসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ প্রমূখ।
এছাড়াও পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রকল্প ও কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচি বিষয়ক সভাও অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.