জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল ১১ টায় জামালপুর জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জুন মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
কল্যাণ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ফোর্সদের সকল সমস্যার কথা শুনেন ও সকলের সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহন করেন এবং সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এসময় মোটর-সাইকেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক, টিকটক) ইত্যাদি ব্যবহারে পুলিশ সদস্যদের বিশেষ সতর্ক করেন। গরমে নিজেদের প্রতি স্বাস্থ্য সচেতন থেকে ডিউটি সম্পাদন করতে বলেন।
ল্লেখ্য যে, জেলা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে একজন পুলিশ সদস্যকে ত্রিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.