বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার


বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের ১ জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১০ জুলাই) দুপুরে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার (০৭ জুলাই) সকালে চন্দনগাঁতী বেপারী পাড়া হতে নিখোঁজ ছিলেন তিনি। নিহত আব্দুর রশিদ ঐ গ্রামের মৃত রহিম প্রামানিকে ছেলে।
বেলকুচি পৌর সভার ওয়ার্ড কমিশনার ফজলুল হক (ফজল) প্রামানিক জানান, গত ৭ জুলাই সকাল থেকে রশিদকে পাওয়া যাচ্ছিল না, পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটা সাধারন ডাইরি করেন,আজ স্থানীয় লোকজন রাস্তার পাশে ডোবার ভিতরে লাশ দেখতে পায়। বিষয়টি আমাকে স্থানীয় লোকজন জানালে, আমি বেলকুচি থানায় অবহিত করি পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত ৭ জুলাই রশিদ নিখোঁজ হয়, নিখোঁজের পর অনেক খোজাঁখুজি করে না পেয়ে থানায় ডাইরী করা হয়েছিল। আজ তার মৃতদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। তিনি আরও বলেন, রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.