বেলকুচিতে ঢাকা কলেজ ১৯৮৪ ব্যাচের উদ্যোগে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেসরকারি বিভিন্ন ক্লিনিকে মরহুম এবাদ আলী খাঁনের ছোট ছেলে আলহাজ্ব আমিনুল হক খাঁন, বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে (পিপিই) পারসোনাল প্রটেকশন ইকুয়েপমেন্ট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২১ জুন) বিকালে বেলকুচির বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল, ইউনাইডেট জেনারেল হাসপাতাল, শমরিতা ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল, বেলকুচি ডায়াবেটিকস কমিনিটি এন্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পিপিই বিতরন করা হয়।

এসময় বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কায়ছার আহম্মেদ, রহুল আমিন, নুর মোহাম্মদ, আসাদুল মোল্লা, আব্দুল মান্নান, হবি শেখ, হাজী কবির আহম্মেদ প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.