বেলকুচিতে জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে মুসলিম এইডের বৃত্তি প্রদান

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে মুসলিম এইড বাংলাদেশে (ম্যাব) কর্তৃক এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মুসলিম এইড কার্যালয়ে বেলকুচি উপজেলার শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহনের আকাঙ্খা তৈরী এবং মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষা গ্রহনের উৎসাহ প্রদানের জন্য সমাজ সেবামূলক কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে মুসলিম এইড বাংলাদেশ এ বৃত্তি প্রদান কর্মসূচী-২০২২ এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রফেসর খায়রুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, ডিরেক্টর অপারেশন, মোহাম্মদ আরিফুল ইসলাম।
আয়োজক হিসেবে আরও বক্তব্য রাখেন, ফরজ আলী, আঞ্চলিক ব্যবস্থাপক রংপুর অঞ্চল সোহরাব হুসাইন, বেলকুচি শাখা ব্যবস্থাপক প্রমূখ। অনুষ্ঠানে বেলকুচি শাখার তেঁয়াশিয়া ও চন্দনগাঁতীর আমেনা ও কামনা খাতুন বৃত্তি ও সম্মাননা সনদ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.